কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মিন্টু বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা চাষী ভবনে বুধবার সকালে বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দি কোন প্রার্থী না থাকার প্রাজাইডিং অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসাবে ঘোষণা করেন। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দীন বিশ^াস, অভিভাবক সদস্য এম এ মান্নান, আবুল কালাম, ইকবাল হোসেন, বিধান রায়, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফতেমাতুজ জোহরা, দাতা সদস্য মনোয়ার হোসেন মিন্টু, শিক্ষক প্রতিনিধি এম এম ইসমাইল হোসেন, আলমগীর সিদ্দিক, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মমতাজ মহল প্রমুখ উপস্থিত ছিলেন।