ঝিনাইদহের কালীগঞ্জ হত দরিদ্র নারীর ঘরে চোরেরা হানা দিয়ে নগদ টাকা, জমির দলিল, ঘরে থাকা হাড়ি পাতিল এবং কাঁথা কাপড়ও নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার পুখুরিয়া গ্রামের ফাতেমা খাতুনের ঘরে। ফাতেমার এক ছেলে ও এক মেয়ে নিয়ে সরকারের দেয়া ভূমিহীনদের ঘরে বসবাস করেন। সম্প্রতি তাকে দুই শতক জমির উপর নির্মিত একটি ঘর ও জমির দলিল বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন। সেই ঘরেই এই চুরি সংঘটিত হয়েছে। ঘটনার দিন ফাতেমা বাড়িতে ছিলেন না। ফাতেমা রাস্তার মাটি কাটার কাজ করেন বলে জানা গেছে। সব হারিয়ে সর্বনাশা ফাতেমা এখন শুধুই বিলাপ করছেন।
ফাতেমা জানান, ঘটনার রাতে আমি আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এ সুযোগে চোরেরা আমার ঘরের তালা ভেঙ্গে সব নিয়ে গেছে। আমার ঘরে তিল তিল করে জমানো নগদ বারো হাজার টাকা ছিল তাও নিয়ে গেছে। ঘরে হাড়ি পাতিল ও কাপড় বলতে তার কিছুই আর অবশিষ্ট নেই।
প্রতিবেশি এক গহবধু জানান, ঘটনার রাতে গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। যে কারনে এখানে ছয় পরিবারের বাকিরা সকাল সকাল ঘুমিয়ে পড়ছিলাম। ভয় কউ ওই রাতে আর বাইরে বের হয়নি। এ সুযোগ চোরেরা ফাতেমার ঘরের তালা ভেঙ্গে সব নিয়ে গেছে।
৫নং শিমলা রাকনপুর ইউনিয়ন পরিষদর চয়ারম্যান নাসির চৌধুরী জানান, সংবাদ পেয়ে আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। সেখানে যেয়ে জানতে পারি ওই দিন রাতে ফাতেমা বাড়িতে ছিলেন না। এই সুযোগে চোরেরা তার ঘরের সবকিছু নিয়ে গেছে।
কালীগঞ্জ উপজলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, আমি বিষয়টি জেনেছি, লিখিত দিলে সহযোগীতার ব্যবস্থা করা হবে। তাছাড়া আমরা তাদের ঘর বুঝিয়ে দিয়েছি। এখন নিরাপত্তার ব্যবস্থা তাদেরই করতে হবে বলে।