খাবার বিক্রি বন্ধসহ উন্নতমানের খাবার পরিবেশনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনে প্রধান সড়কে বেসরকারী সংস্থা জনউদ্যোগের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জনউদ্যেগের আহ্বায়ক মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ফেলো সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালের সঞ্চায়লনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক কর্মী আ ফ ম রফিকুল ইসলাম আপেল, কবি তানভীর জাহান চৌধুরী, ভোক্তভুগীসহ আরো অনেকে।
এসময় বক্তারা জেলা শহরে প্রতিটি হোটেল রেস্টুরেন্টে পচা বাসি খাবার বন্ধের দাবী জানান। এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা করে চলার দাবী জানান। মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর একটি অনুষ্টানে ৪৫ জনের খাবার নেয়া হয় নেত্রকোনা শহরের দত্ত মার্কেটের বিপরীতে হাজি বিরিয়ানী নামের একটি হোটেল থেকে। অনুষ্ঠানটিতে বেশিরভাগই সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী সংস্কৃতিমকর্মীসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে অংশ নেয়া উপস্থিত সকলকে দুপুরের খাবার দেয়া হলে অনেকেই অনুষ্ঠানস্থল পৌর ভবনের হলরুমে বসেই খেয়ে ফেলেন। আবার অনেকে বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে ক্ষেতে যান।
পরে ওইদিন রাত থেকে অনেকের বমিসহ ডায়রিযা শুরু হয়। তাদের অনেকেই নিজেরা চিকিৎসা করেন। তারমধ্যে কারো কারোর অবস্থা আশংকাজনক হলে তাদেরকে রাতেই হাসপাাতলে ভর্তি করা হয়। সন্ধ্যায় আমাদের নেত্রকোনা পত্রিকার কম্পিউটার অপারেটর মানিক ও মধ্য রাতে মাই টিভির সাংবাদিক আনিসুর রহমানের স্ত্রী ভর্তি হন।
খবর পেয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।