মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় চায়ের দোকানে পুড়ি কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থী।
জানা যায় গতকাল মঙ্গলবার (২৬/১০/২০২১ইং) দুপুর আনুঃ২ঘটিকার দিকে উপজেলায় ভবেরচর এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার মা’র অভিযোগ এর ভিত্তিতে ৩ঘন্টার ব্যবধানে আমির হোসেন (৪৫) নামে এক জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।অভিযুক্ত আমির হোসেন ভবেরচর(মধ্যপাড়া’র) মোঃআব্দুর রশিদ এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়,১০বছর বয়সী ওই শিক্ষার্থী আলীপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থী।ভবেরচর কলেজ রোডে চা,পুড়ি,সিঙ্গারার দোকানে পুড়ি কিনতে আসলে তাঁকে ফুসলিয়া হোটেলের ভিতর নিয়া মুখ চাপিয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষন করে।ধর্ষনের ফলে ভিকটিমের রক্তপাত হতে থাকে এতে সে অসুস্থ অবস্থায় বাসায় গিয়ে মা-বাবাকে তৎক্ষণাৎ বিষয়টি অবহিত করেন। এরপর তাঁর পরিবার তাকে প্রথমে ভবেরচরস্থ মিয়াজী জেনারেল হাস পাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে সে ঐ হাসপাতালের ও,সি,সি ওয়ার্ডে ভর্তি আছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে তিন ঘন্টার ব্যবধানে আটক করা হয়েছে,আজ তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।