মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই শ্লোগাকে সামনে রেখে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে শিমুলিয়া ২নং আদর্শ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে
বিট পুলিশিং কর্তৃক আয়োজিত মাদক চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মোমেন (পিপিএম), পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম মহশিন চৌধুরী, গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন।
এস আই কামাল মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান খোকন চৌধুরী, স্থানীয় গণমাধ্যম কর্মী আমিরুল ইসলাম নয়ন প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল মোমেন (পিপিএম) বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।
এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসাসহ পুলিশের সেবা নিতে ৯৯৯ মোবাইল ফোনে যোগাযোগ করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন সরকার নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক সংশ্লিষ্টদের কোন ছাড় নেই। সে যে দলেরই হোক না কেন এব নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।
এসময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।