কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সফলতা দেখা দিয়েছে। প্রতিদিন প্রচুর পরিমাণ পানি কমতে শুরু করেছে।
জানাগেছে, কেশবপুর ও মণিরামপুর উপজেলার ২৭ বিলে ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা দূরীকরণে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার বিলখুকশিয়ার এইট ব্যান্ড স্লুইস গেটে একটি প্রকল্প গ্রহণ করেন। স্লুইট গেটের কপাট তুলে কাঠের আগুরি স্থাপনের মাধ্যমে পানি সরানো শুরু করেন। পারবর্তীতে আরো ২টি আগুরি স্থাপন করায় বর্তমানে প্রচুর পরিমাণে পানি সরছে। যার ফলে ২৭ বিল এলাকার মানুষের মাঝে আশার আলো দেখা দিয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বিল খুকশিয়ার এইট ব্যান্ড স্লুইস গেটে উক্ত প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার-সহ প্রকল্প কাজের সম্পৃক্ত গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ২৭ বিলের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সফলতা কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।