ঝিনাইদহের কোটচাঁদপুরে আরাবী ড্রাগ হাউজের উদ্যোগে ফ্রি চক্ষু দেখা ও চশমা প্রদান অনুষ্ঠিত। আজ ২৫শে অক্টোবর রোজ সোমবার কোটচাঁদপুর কলেজ বাসস্টান্ড মেইন রোড সংলগ্ন আরাবী ড্রাগ হাউজের ভবনে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ৪৫৭জন চক্ষু রোগী দেখা হয়।
এখানে পুরুষ ২০৪জন ও মহিলা ২৫৩জন। রোগী ফ্রিতে দেখতে সহযোগীতায় ছিলেন সাইটসেভার্স ও ব্র্যাক। এখানে রোগী দেখছেন ডাঃ খাঁন নাহিদ মোরাদ এম বি বি এস, অ্যাসিস্ট্যান্ট সার্জন, বি এন এস বি চক্ষু হাসপাতাল শিরোমনি খুলনা।
বর্তমানে আরাবী ড্রাগ হাউজে প্রতিদিন চক্ষু রোগী দেখছেন ডাঃ মনোজ কুমার চক্রবর্তী এম বি বি এস চক্ষু ও মেডিসিন। এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন ১১জন। এখানে ডায়াবেটিক সহ সকল পরীক্ষা করা হয়।
কারিগরি সহোযোগীতায় ছিলেন বি এন এস বি চক্ষু হাসপাতাল শিরোমনি খুলনা। প্রথম পর্যায়ে ৭০ জন চক্ষু রোগী কে ফ্রীতে ছানি অপারেশন করা হবে। পর্যায় ক্রমে তিন ধাপে ৪৫৭ জন কে চিকিৎসা দেওয়া হবে।