জাতীয় সম্পদ রক্ষার্থে -ইদুর মারি এক সাথে” এই শ্লোগান কে সামনে রেখে হবিগন্জের চুনারুঘাট উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ইদুর নিধন অভিযান ২০২১ এর উদ্বোধন সভা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। (২৫ অক্টোবর) সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজেস্টিট সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সজীব হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুতফুর রহমান মহালদার সহ অতিথি বৃন্দ। ইদুর নিধন অভিযান এর উদ্বোধন শেষে ইদুর নিধন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান করেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মোঃ মাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সজীব হোসেন। উপজেলার ৩০জন সফল কৃষকদের মাঝে এ ইদুর নিধন অভিযান ২০২১ সভা অনুষ্ঠিত হয়।