ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কেশবপুর শাখার অধীনে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। রাজগঞ্জ উপ-শাখার ইনচার্জ মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও কেশবপুর শাখার অফিসার চন্দন বিশ্বাসের সঞ্চালনায় সোমবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানুকভাবে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাজগঞ্জ উপ-শাখার উদ্বোধন করেন ব্যাংকের কেশবপুর শাখা ব্যাবস্থাপক মোঃ মজুহার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সদস্য নুরুজ্জামান ও রাজগঞ্জের সমাজসেবক মোঃ মাহাবুর রহমান।