সদর উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ব্রক্ষপুত্র তীরবর্তী কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় থেকে র্যালীটি বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে সামাজিক বন বিভাগের রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো: মতলুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রাফিউল আলম।
বিষয় ভিত্তিক প্রতিপাদ্য উপস্থাপন করেন রংপুর সামাজিক বন বিভাগের বন্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা স্মৃতি সিংহ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মো: আবেদুর রহমান স্বপন, গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো: আহেদুজ্জামান, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, সদর থানার পুলিশ কর্মকর্তা মো: রজব আলী, কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, জেলে সম্প্রদায়ের লালবাবু চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বাড়াতে হলে নদ নদীর পানির দুষন ও পরিবেশ রক্ষায় ডলফিন সংরক্ষন, বাসযোগ্য ও অবাধ চলাচলের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বক্তারা ডলফিন রক্ষায় সকলকে সচেতন থাকার উপর গুরুপ্ত আরোপ করেন। উল্লেখ্য: এধরনের কর্মসূচি পালন গাইবান্ধায় এবারই প্রথম।