সিলেট বিভাগ বাহুবল বাসীর জন্য সুখবর,বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সরকারিভাবে সিজার অপারেশন চালু হয়েছে।গরীব রোগিরা বিনামূল্যে সিজার অপারেশন করতে পারবেন এছাড়াও নরমাল ডেলিভারি সারা মাসই করাতে পারবেন।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।ধন্যবাদ ডাঃ মাহনাজ সৈয়দ (জুনিয়র কনঃ গাইনী এন্ড অব্স),ডাঃ জাহেদ খান (জুনিয়র কনঃ এনেসঃ),ডাঃ তানজিনা ফারহীন(এমও),ডাঃ অাজিজুল ইসলাম (এমও),জনাবা মোছাঃ নাসরিন সুলতানা(এসএসএন), জনাবা শিরিন অাক্তার( মিডওয়াইফ), জনাবা মোছাঃ লুৎফা বেগম( এসএসএন) ও টীমের অন্যান্য সকল সদস্যবৃন্দকে।