আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ স্লোগানকে সামনে নিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভালুকা মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল. ১১টা ভালুকা মডেল থানা থেকে ওই আনন্দ র্যালিটি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিলিত হয়।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ, মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম, ইন্সপেক্টর অপারেশন সজিব রহমান, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ
র্যালি শেষে সাধারণ মানুষের মাঝে ভালুকা মডেল থানা পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন একটি স্বপ্নের উন্মোচন। এ সেতু আমাদের অহংকার, গৌরব ও সক্ষমতার প্রতীক। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ ছিল এই পদ্মা সেতু। এই চ্যালেঞ্জে আমরা বীরের ন্যায় সফল হয়েছি।’