নৌকার হাল আর ধরা হলো না নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মো. মোস্তফা ই কাদেরের। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নেত্রকোনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর সদর উপজেলাসহ জেলার তিন উপজেলার ২৬টি ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরই মধ্যে তিনি এলাকায় নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে প্রচার প্রচারণাও শুরু করেছেন। রোববার সকালে উপজেলার নন্দিপুর গ্রামে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান। তাঁর আর নৌকার হাল ধরা হলো না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর, তিনি স্ত্রী রেখে গেছেন এবং নিঃসন্তান ছিলেন।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইদি আমীন বলেন, মদনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য গণবিজ্ঞপ্তি জারী করা হবে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করা হবে।