#সমুদ্র জয় করলেন, অভিনন্দন পেলেন না।
#আটষট্টি (৬৮) বছরের ছিটমহল সমস্যার সমাধান করলেন, একটা গোষ্ঠী অভিনন্দন দিল না।
#যুদ্ধাপরাধের বিচার করলেন, একটা নিন্দুক গোষ্ঠী যুদ্ধাপরাধীদের মুক্তি চাইলেন।
#একচল্লিশ (৪১) বছর ধরে স্বল্পোন্নত দেশের লজ্জা থেকে মুক্ত করে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসলেন, তারা উপহাস করলেন।
#শত ভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের আওতায় আনলেন, নির্লজ্জ গোষ্ঠী খুঁত খুঁজলেন।
বসফরাস সেতু যেমন দুই মহাদেশকে যুক্ত করেছে, তেমনি দুই প্রান্ত বাংলাকে যুক্ত করার ঐতিহাসিক দিনে তোমায় আমার পক্ষ থেকে লাল সালাম। কৃতজ্ঞতার সাথে পদ্মা সেতু বা বাংলার বসফরাস সেতুর সাথে যুক্ত থাকা সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
“আমার টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতু”
জয় বাংলা ✊