আগামী কাল ২৫ অক্টোবর সোমবার কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মুখার্জীর ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ২৫ অক্টোবর সন্তোষ কুমার মুখার্জীর গ্রামের বাড়ি সুজাপুরে পারিবারিকভাবে তাঁর আত্তার শান্তি কামনায় ধর্মীয় প্রার্থনা-সহ ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মুখার্জীর মৃত্যুর পর তাঁর পূত্র সুব্রত মুখাজী উজ্জ্বল নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।