২৩ জুন বৃহস্পতিবার ভোগড়াঙ্গা কুড়িগ্রামের চর বড়াই বাড়ি, ঘোগাদাহ্ ইউনিয়নের চর রাছুলপুর যাত্রাপুর পাঁচ গাছি গারুভারা ও উলিপুর উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলে পাঁচশত বন্যা কবলিত মানুষের মাঝে সম্প্রতি ত্রাণ বিতরণ করেছে ডু সামথিং ফাউন্ডেশন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, ও শিশু খাদ্য মিশ্রী গুঁড়া দুধ, সুজি, স্যালাইন, লাইটার, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ঔষধ।
কুড়িগ্রাম জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলে দুই হাজার বন্যা কবলিত পরিবাকে ত্রাণ বিতরণ সহ শিশু খদ্যের তালিকা করেছেন বলে জানিয়েছেন মোঃ মোতাহার হোসেন, অর্থ সচিব,ডু সামথিং ফাউন্ডেশন।
দুই হাজার পরিবারের মাঝে আজ পাঁচশত পরিবারকে ত্রাণ সামগ্রীর ও একশত শিশু খাদ্য বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডু সামথিং ফাউন্ডেশনের সুলতান আল যোবায়ের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।
তিনি জানান, কুড়িগ্রামের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে দুই হাজার মানুষের মাঝে যাত্রাপুর চর বড়াইবাড়ি, নুন খাওয়া, কাচির চর এলাকায় পাঁচশত পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে সেই সাথে একশত শিশু খাদ্য দেয়া হয়েছে। আমাদের লক্ষ্য আছে দুর্গম এলাকাগুলো নিয়ে কাজ করার। যেখানে কেউ ত্রাণ পৌঁছাতে পারেনি। মানবিক দৃষ্টিকোণ থেকে কাজগুলো আমরা নিঃস্বার্থভাবে করে যাবো।
বিতরন এ উপস্থিত ছিলেন সামিট কমিউনিকেশনস লিঃ এর সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান বলেন এর আগেও ডু সামথিং ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য মানবিক কাজে অংশ নেয়া হয়েছে। এবার বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মাঝে সাহায্য করা হয়েছে।