মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের কলেজ রোড শাখা আর্থিক ঋণদান প্রতিষ্ঠান উদ্দীপন শাখায় অসচ্ছল পরিবারের মাঝে বাছুর বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১.০০ঘটিকায উদ্দীপন ভবেরচর শাখা থেকে বাছুর বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ভুমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা (এসিল্যান্ড), গোলাম সেলিম মাষ্টার সদস্য সচিব গজারিয়া উপজেলা কৃষকলীগ, ওসমান গনি সরকার ৬নং ওর্য়াড ইউ,পি সদস্য ভবেরচর ইউনিয়ন পরিষদ ,মেঃ দেলোয়ার হোসেন ৭নং ওর্য়াড ইউ,পি সদস্য লুটেরচর ইউনিয়ন পরিষদ, শেখেরগাও, ও আন্ঞ্চলিক ব্যবস্থাপক রুমী ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ সাজেদুল ইসলাম, হিসাব রক্ষক শারমিন খানম, এফ,সি,ও মোঃ আবুকালাম,শাহীনুর ইসলাম, মোঃ হাসান প্রমূখ পরে লটারির মাধ্যমে তিনজন মহিলা গ্রাহকদের প্রথম হয়
সুমি বেগম কালিপুরা কেন্দ্র
দ্বিতীয় হন আমিনা বেগম ভাওরখোলা সমিতি, তৃতীয় হন তহুরা বেগম লুটেরচর,প্রমুখ।