গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ০১) মনিরা বেগম(৩৩), স্বামী মজিবর রহমান, পিতা-আঃ গাজী, সাং-তালিমপুর (শ্বশুর সাহিদুর রহমানের বাড়ি), এ/পি সাং-বাঘমারা কালাম ফকিরের বাড়ির পাশে, থানা-রূপসা, জেলা-খুলনা; ০২) মোঃ রানা গাজী (২৩), পিতা- মোঃ ইমান গাজী, সাং-কবির বটতলা আমেনা মঞ্জিল, নাছিমার বাড়ীর ভাড়াটিয়া, থানা- দৌলতপুর; ০৩) মোঃ সুজন (২২), পিতা- আবু তাহের সাং- মুচিপাড়া , থানা- দৌলতপুর এবং ০৪) জনি(২৬), পিতা-মান্নান খাঁ, সাং-হোল্ডিং নং-১৮৮, সাচিবুনিয়া ওয়াপদা রোড (দক্ষিণ ঝড়ভাঙ্গা), থানা-লবণচরা, খুলনা মহান গরীদের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।