প্লান ছাড়া অন্যের জমির ভিতরে উপরের অংশ প্রায় ২ ফিট ভিতের নিয়ে বিল্ডিং নির্মান।
অভিযুক্তের নাম : মো: শাহিন।
ঠিকানা : চৌরহাঁস কাঁচা বাজারের সামনে, নূর মোহাম্মদ ওস্তাগর লেনে এই ব্যাক্তি, দাগ নং ২৫২২, হোল্ডিং নং ৫৮/৩ জায়গায় মধ্যে ইচ্ছাকৃতভাবে বিল্ডিং এর উপরের বিভিন্ন তলা দুই থেকে আড়াই ফুট ঢুকে এসেছে।
তাকে অনেক নিষেধ করার পরও কোন লাভ হয়নি। এমনকি পৌরসভায় লিখিত দরখাস্ত দেওয়ার পরে ঐ ব্যাক্তিকে পৌরসভা চিঠি প্রেরন করেছে বর্ধিত অংশ ভেঙে ফেলার জন্য। কিন্তু অদৃশ্য কারনে তা বাস্তবায়ন হয় নি।
তিনি সকল বিধি নিষেধ অমান্য করে আপন গতিতে তার বিল্ডিংয়ের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তাই বিষয়টি সকল সাংবাদিক ভাই, পৌরসভার মেয়র এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।