কেশবপুরে রাইটস যশোরের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও মেয়েদের শারীরিক, যৌন, মানসিক এবং অন্যান্য নির্যাতন এবং বৈষম্য থেকে রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে এক অ্যাডভোকেসি সভা রবিবার সকালে পরিত্রাণের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও রাইটস যশোরের প্রজেক্ট অফিসার প্রণব ধরের পরিচালনায় অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা নাসরিন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস ।