চন্দ্রা বাসস্টান্ড হাইওয়ে রাস্তা হয়ে গাজিপুর পৌরসভা এলাকায় কালিয়াকৈর রেললাইনে এই দূর্ঘটনাটি ঘটে।
কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের এপেক্স রোড পাকার মাথায় অটোরিকশা চালকের মৃত লাশ পড়ে ছিল।
অটোরিকশা চালক কালিয়াকৈর মোঃ সিদ্দিক হোসেন এর ছেলে মৃত সানোয়ার হোসেন (৪০)।
গাজীপুর পৌরসভার কালিয়াকৈর উপজেলা মেদি
আশুলাই গ্রামে বসবাস করেন।
ঘটনাস্থল থেকে জানা গেছে অটোরিকশা চালক সানোয়ার হোসেন রেললাইনে প্রতিদিন চলাচল করে।
চলাচলের ক্ষেত্রে রেললাইন ক্রসিং করতে গিয়ে ঢাকা কমলাপুর রেলস্টেশনে চলন্ত দূতগ্রামী ট্রেনটির সাথে অটোরিকশার সাথে ধাক্কা লাগে ও স্পোর্টে রিক্সা চালক সানোয়ার হোসেন এর মৃত্যু হয়।
অটোরিকশায় কোনো যাএী ছিল না।
কারো কোনো ক্ষয় ক্ষতি হয় নি। শুধু অটোরিকশা চালক সানোয়ার হোসেন এর মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার অফিসার কর্মকর্তা ঘটনাস্থলে আসেন ও মৃত ব্যক্তি সানোয়ার হোসেন কে থানার মর্গে নিয়ে যাওয়া হয় ।
ঘটনাস্থলেই তার মৃত্যুর পরে কালিয়াকৈর থানার পুলিশ উপস্থিত হয় ও তার সঈে উপস্থিত হয় গণমাধ্যম কর্মী।