সিলেট সদর উপজেলার মইয়ারচর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের উদ্যোগে প্রায় ৬’শ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ। সোমবার (২০ জুন) এসব খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনেত্রীর ডাকে যুবদল সব সময় দেশের যে কোন সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে বন্যার কারণে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত। মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের আহ্বানে আমার সামান্য একটু প্রয়াস। দলমত নির্বিশেষে সবাই এসব পানিবন্দি মানুষের সাহায্য এগিয়ে আসলে তাদের দুঃখ-দুর্দষা কিছুটা হলেও লাঘব হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, যুগ্ম আহ্বায়ক আলীবুর রহমান, যুবদল নেতা হিবজুর বিশ্বাস রাজু, মেহরাব ভূইয়া পলাশ, আশরাফ তালুকদার, সৈয়দুর রহমান, আল আমিন আহমদ, মোশাহিদুল ইসলাম মাহি, ফরহাদ হোসেন হৃদয়, তানজিল আহমদ, পাখি মিয়া, ফখর মিয়া, আমির মিয়া, হারিছ মিয়া, আজিম আহমদ, সাগর আহমদ, মিজান আহমদ প্রমুখ।