নেত্রকোনার দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার থেকে ত্রান বিতরণ শুরু করেছে উপজেলা উপজেলা আওয়ামী লীগ । রোববার দিনব্যাপি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ত্রান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উসমান গনি তালুকদার, এমদাদুল হক, এড. মজিবুর রহমান ,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক, চেয়ারম্যান শিব্বির আহমেদ বাচ্চু তালুকদার,কাকৈরগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নুরুল হুদা উজ্জ্বল,দুর্গাপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম সেজু,সহপ্রধান শিক্ষক আজিজুর রহমান খান রাসেল, সহ শিক্ষক হাবুল,সহশিক্ষক আনোয়ার হোসেন,সহ শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।