সোমবার ২০ /৬/২২ বেলা ১১ টার সময় যশোর সিবিল কোর্ট মোড়ে উদিচি যশোর জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম ও সুনামগঞ্জেসহ দেশের বিভিন্ন জেলার বন্যায় তলিয়ে যাওয়া মানুষের জন্য টাকা তুলেছেন যশোরের উদিচি শিল্পীগোষ্ঠি।শুত্রে জানা যায দেশের বিভিন্ন জেলা বন্যায় তলিয়ে যাওয়া ও গরিব দুখি অসহায় মানুষের পাশে দাড়াতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে উদীচির কর্মীরা। আরো জানান যে দেশে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে সেযন্য আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ। তার কারন আজ তারা বিপদে পড়েছে কাল আমরাও এ বিপদে পড়তে পারি। এজন্য আমরা সকলে যদি এগিয়ে আসি তাহলে আমরা তাদের পাশে দাড়াতে কিছুটা হলেও পারবো। সাথে সাথে আমাদের জনপ্রতিনিধিও নেতারা, এবং ধনিরা যদি এ সাহায্যেতে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।