আগামী দিনের জন্য সাংগঠনিক নির্দেশনা স্বরুপ বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখাস্থ ৭ টি উপজেলার নবগঠিত কমিটির নির্বাচিত ও গাইবান্ধা পৌরসভার নবগঠিত কমিটির নির্বাচিত সভাপতি/সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংগঠনিক পদের এবং জেলা শাখার নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ১৯ জুন রবিবার গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হারুন বাবলুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ ও প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের গতিশীলতাকে বজায় রাখতে আগামীদিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন সাখাওয়াত হোসেন শফিক। জেলা কমিটির সাথে সমন্বয় করে পুনাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন তিনি। এসময় স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় ধর্মীয় উপ কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজল হক সরকার সহ অন্যান্যরা।