নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের প্রভাবে সোমেশ্বরী নদীর পানি উপজেলার বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি পেয়েছে । কয়েক দিনের টানা বৃষ্টিতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার খাদ্য সংকটে রয়েছে। বানবাসী অনাহারী মানুষের মাঝে খাদ্য,পানীয়জল ও ঔষধ তুলে দিতে মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নির্দেশ মোতাবেক দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে ৪ হাজার মানুষকে ত্রান বিতরন করা হয়।
ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ,তরুন প্রজন্মের অহংকার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার,পৌর মেয়র আলাউদ্দিন আলাল,সহ- সভাপতি এমদাদুল হক খান,এ্যাড মজিবুর রহমান,মোঃউসমান গনি তালুকদার,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির নয়ন, দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃকামাল পাশা,মোঃ ফজলুল হক,পৌর সভাপতি সাবেক মেয়র আঃছালাম,কুল্লগড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবারক হোসেন ও সম্পাদক নুরুল হুদা উজ্জল, কাকৈরগড়া ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মানিক মিয়া গাওঁকান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃরাজ্জাক সরকার,গাওঁকান্দিয়া আওয়ামী লীগ সম্পাদক আজহারুল ৷ হক সরকার,সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকই।
খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার পানিতে খাদ্য সংকটে রয়েছেন গাঁওকাান্দিয়া, কুল্লাগড়া,চন্ডিগড়,দুর্গাপুর,কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসংখ্য ভুক্তভোগী পরিবার।উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ করায় খুশি ভুক্তভোগী পরিবার গুলো।
গাঁওকান্দিয়া গ্রামের অতিদরিদ্র দিলোয়ারা খাতুন ত্রাণ সামগ্রী পেয়ে খুশিতে কান্না করে বলেন “আল্লায় যেন শেখ হাসিনাকে হাজার বছর বাঁচায়ে রাখে”।
শংকরপুর গ্রামের মোতালেব ত্রাণ হাতে পেয়ে আপ্লূত কণ্ঠে বলেন, বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।আমারা কয়েকদিন ধরে খাদ্য সংকটে ছিলাম।আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দুর্যোগ ও বিপদের সময় আপনাদের কাছে পাই।তিনি আল্লাহর কাছে আওয়ামীলীগের নেতৃবৃন্দে সহ জননেত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করেন।
এ নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ নেতৃবৃন্দ বলেন দুর্যোগ দুর্বিপাকে সর্বাগ্রে আওয়ামীলীগ জনগনের পাশে ছিল, থাকবে।পাশাপাশি সমাজের বিত্তশালীদের বন্যাদুর্গতের পাশে থাকার অনুরোধ জানান।