নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বাজেডুমরিয়া জুম্মাপাড়া গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে কবলা খরিত মুলে কিনা সম্পতির মালিক আইয়ুব আলী মৌজাঃবাজেডুৃরিয়া, জেএল নং ১০, খতিয়ান নম্বর এস,এ,১৫৯,বিএস নং,২৯৯,দাগ নং৩০৫২,৩০৫৬,বি এস, ২৬৩১,২৬২৮জমির পরিমান ৫৫শতক জমি যা তিনি ০৫/০১/২০২০সালে ক্রয় করেন। এবং তার পর থেকে ভোগ দখল করে আসতেছেন।
কিন্তু সেই জমি জোর পূর্বক ভাবে জবর দখলের চেষ্টা করতেছেন পাপ্পু মিয়া ( ৫০)পিতাঃ মৃত আঃমান্নান গ্রামঃ বাজেডুমরিয়া এমপি পাড়া এবং তাকে সাহায্যে সহযোগিতা করছেন ঐ এলাকার অসাধু কিছু মানুষ।
অভিযোগ সূত্রে জানা যায় যে গত ১০/০৬/২০২২ইং দিবাগত রাতে বিবাদী পাপ্পু মিয়া (৫০)ও তার লোকজন সহ আমার ক্রয় কৃত সম্পত্তির ওপর আমি পাটক্ষেত লাগাই সেই পাটক্ষেত এক পর্যায়ে অনেক বড় হয়। গতকাল রাতে আমার ৩২ শতকের জমিতে পাটক্ষেত কেটে ফেলে দেন। আমি সকাল বেলা আমার জমির পরিচর্যার কাছ করার জন্য গেলে দেখতে পাই যে আমার পাটক্ষেত মাটিতে পড়ে আছে। আমি আমার পাটক্ষেত দেখে কান্নায় চিৎকার করি আমার চিৎকারে অনেক লোক জমিতে আসে এবং এসে দেখে যে আমার পাটক্ষেত কেটে ফেলা হয়েছে। আইয়ুব আলী দাবী করেন যে আমার এত বড় ক্ষতি এক মাএ পাপ্প ও তার লোকজন রাই ছাড়া এক কাজ কেউ করতে পারে না।
, আইয়ুব আলীর ক্রয় কৃত ভোগ দখলীয় সম্পত্তি যা তিনি প্রায় ২০ বছর ধরে ভোগ করে আসতেছেন।যার দাগ নং ৩০৫২,৩০৫৬ এবং ২৬৩১,২৬২৮ এই দুই দাগে জমির পরিমান ১,১৭ শতকের মধ্যে ৫৫ শতক । আইয়ুব আলীর ভোগ দখলীয় সম্পত্তি জবর দখল করার প্রস্তুতি নিলে তাকে আইয়ুব আলী বলেন সঠিক কাগজপত্র দেখিয়ে যদি আপনি পান তাহলে আমি দিয়ে দিবো এবং তা মেনেও নেন তিনি।
কিন্তু তার পড়ে পাপ্পু মিয়া জমির দলিল দেখাতে না পেয়ে আমার উপর বিভিন্ন রকমের মারধর ও মিথ্যা মামলা দায়ের করেছেন আদালতে।
তার পাশ্ববর্তী গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে পাপ্পু মিয়া টাকা ও ক্ষমতার দাপট দেখিয়ে আইয়ুব আলীর এখন ২৩ শতক জমি ধরে ভোগ করে আসতেছে। কিন্তু তার জমি নয়। এবং তার কাছে কোন জমির কাগজপত্র
পাপ্পু মিয়ার কথা মতো যারা এই সব কর্মকান্ড করতেছে তারা পাপ্পু মিয়ার কিছুই হয় না বললেই চলে।
পাপ্পু মিয়া টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে এনে এসব কর্মকাণ্ড করছে।
এখন আইয়ুব আলীর জমি ছেড়ে না দিয়ে তার পাশ্ববর্তী লোকদের টাকার বিনিময়ে আইয়ুব আলীর বিপরীতে একত্রিত করে।
আইয়ুব আলী ও তার স্ত্রী, পরিবারের সকলকে অন্যায় ভাবে মারধর করে জমি দখলের চেষ্টা করতেছেন।
পরে আইয়ুব আলী কোন উপায় না পেয়ে নিজে বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় পাপ্পু মিয়া কে ১ নম্বর আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।