মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ভাটেরচরস্থ নতুন আঙ্গিকে গজারিয়া জেনারেল হাসপাতালের উদ্ধোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
আজ শুক্রবার সকাল ১১ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর রাজা মিয়া প্লাজায় গজারিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্ধোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেংগারচর ইউঃপি চেয়ারম্যান মোঃকামরুল হাসান ফরাজী,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যান সমিতির সাঃসম্পাদক আজিম উদ্দীন ফরাজী,হাসপাতালের চেয়ারম্যান ডাঃজাহাঙ্গীর আলম,পরিচালক বৃন্দ ডাঃশাহিন শিকদার,ডাঃজাহিদ হোসেন,ডাঃউজ্জ্বল হোসেন, মোঃইকবাল হোসেন,মোঃমিজানুর রহমান, মোঃমোস্তফা মিয়া,মোঃরাসেল মিয়া,সুলতান মাহমুদ, আশ্ররাফুল আলম,আলমগীর মোল্লা,আমির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী।
নতুন আঙ্গিকে হাসপাতাল উদ্ধোধন করে ডাঃজাহাঙ্গীর আলম বলেন,এই এলাকার মানুষের চিকিৎসা সেবায় গুনগত উন্নয়ন’ই আমাদের লক্ষ্য।