অবশেষে গত ১৫ জুন সরকারি পুকুর লিজ নেওয়ার উদ্দেশ্যে টেন্ডার ড্রপ করতে দুর্গাপুর উপজেলা পরিষদে আসেন শাহ্জামালের ভগ্নীপতি আজিজুল। বিকেলে ইয়াবা পাচার হচ্ছে, এমন সংবাদে দুর্গাপুর থানার এসআই জাহাঙ্গীর ও এসআই শাহীন সঙ্গীয় ফোর্স বিকেলে অভিযান চালিয়ে মোটরসাইকেলের লুকিং গ্লাসের কাভারের ভেতর থেকে ইয়াবা সহ আজিজুলকে গ্রেফতার করে থানা পুলিশ।
এই গ্রেপ্তার নিয়ে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হলে
ওসির নির্দেশে মামলা রেকর্ড স্থগিত রেখে ঘটনার সত্যতা নিশ্চিত করতে প্রাথমিক তদন্ত শুরু হয়। উপজেলা পরিষদের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে শাহ্জামালের সহযোগী আল-আমীনকে আজিজুলের মোটরসাইকেলে ইয়াবা দিতে দেখা যায়। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড় থেকে আল-আমীনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কথিত সাংবাদিক শাহ্জামালের নির্দেশে এমন কাজ করেছে তা শিকার করলে। ১৬ জুন দুপুরে জেলা ডিবি পুলিশের সহযোগিতায় নগরীর শহীদ মিনার এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। অভিযুক্তদের নামে মামলা রেকর্ড করে আদালতে পেরন করা হয়েছে ।
উল্লেখ কথিত সাংবাদিক শাহ্জামালের বোনের সাথে তার ভগ্নীপতি বিবাহ বিচ্ছেদ হয়েছিল প্রায় ৭ মাস পূর্বে। তারই প্রতিশোধ নিতে পূর্ব পরিকল্পনা থেকে এমন কান্ড ঘটিয়েছেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান, মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রধান সহযোগী আল-আমীনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শাহ্জামালের সম্পৃক্ততায় জেলা ডিবি পুলিশের সহযোগিতা গ্রেফতার করে মহামান্য আদালতে পেরন করা হয়েছে।মমিন ও