দেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির-ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা অবিলম্বে বন্ধ করাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বেলা ১১টায় কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে উক্ত মানববন্ধন করা হয়।
রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বিনয় কৃষ্ণ সরকার, চিত্তরঞ্জন স্বর, সাধারণ সম্পাদক কালীপদ পাল, সহ-সাধারণ সম্পাদক পলাশ সিংহ, কোষাধ্যক্ষ কুন্তল বিশ্বাস প্রমুখ। সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী প্রমুখ।