নীলফামারীর ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরালে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৬ জুন) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা বিজয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম কামাল ডিআই এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার, সহসভাপতি সাইদুল বারী, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল ইসলাম, মটর শ্রমিকের সভাপতি হাবিবুর রহমান ,যুবলীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল ভুইয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।