২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| সকাল ৮:২০| হেমন্তকাল|

মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশে উত্তাল সিলেট।

রুবেল আহমদ,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জুন ১৫, ২০২২,
  • 88 Time View

সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম, দেশখ্যাত বর্ষীয়ান আলেম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি বলেছেন, রাসুলুল্লাহ (সঃ) ইহ-পরকালীন শান্তির অগ্রদূত। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তার বিরুদ্ধে কটুক্তি করতে পারেনা। নুকুল শর্মা নবীজির বিরুদ্ধে কথা বলে সারা বিশ্বের শুধু মুসলমান নয়, বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের মনে আঘাত দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সিলেট নগরীর সিটি পয়েন্টে সিলেটের মুসলিম জনতা আয়োজিত প্রিয় নবীর অবমাননার প্রতিবাদে বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন এবং সমাবেশের পক্ষ থেকে সরকারের কাছ ৫ দফা প্রস্তাবাবলী পাঠ করেন।

পাঁচ দফা দাবি হলো: (১) আজকের সমাবেশ ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও বি জেপি নেতা নবীন কুমার জিন্দাল কতৃক মানবতার মুক্তি দুত রাসুলুল্লাহ (সঃ) সম্পর্কে জঘন্য কটুক্তির তীব্র নিন্দা জানাচ্ছে। কটুক্তিকারীদের লোক দেখানো দল থেকে বহিষ্কার যথার্থ নয়।ওদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানাচ্ছে।
(২) প্রিয় নবীর (সঃ)অবমাননার শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের মুসলমানদের উপর নেমে আসা জুলুম নিপীড়ন ও বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরবাড়ি ভেঙ্গে দেয়ার ঘটনায় আজকের সমাবেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধে ত্বরড়িত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে।
(৩) রাসুলুল্লাহ সঃ এর অবমাননার ঘটনায় সারা মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে। কয়েকটি আরব দেশ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়,দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ নীরব ভুমিকা পালন করছে।এতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের দেখা দিয়েছে। আজকের সমাবেশ অনতিবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানোর ও সংসদে নিন্দা প্রস্তাব আনার জোর দাবী জানাচ্ছে।
(৪) দেশের জনগণের প্রতি ভারতীয় পন্য বর্জনের আহ্বান জানাচ্ছে।
(৫) দেশের মুসলমানদের প্রতি বিশ্বনবী সঃ এর সীরাতচর্চা ব্যাপক করার আহ্বান করছে।

আজকের এসমাবেশ ছিল স্মরণ কালের বৃহৎ সমাবেশ। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল আম্বরখানায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আজাদ দ্বিনী এদারার সভাপতি, প্রবীন আলেম মাওলানা জিয়া উদ্দিন বলেন, জাতীয় সংসদে একজন এমপি জেহাদের বিরুদ্ধে কথা বলে ইসলাম বিরুধী ভুমিকায় অবতীর্ণ হয়েছে। জেহাদের বিরুদ্ধে কথা বলে কেউ সত্যিকার মুসলমান থাকতে পারেনা। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে।

দারুল উলুম কানাইঘাট মাদরাসার শায়খুল হাদীস বর্ষীয়ান আলেম, মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী বলেন, মহানবী সঃ কে মুসলিম জাতি প্রানের চেয়ে বেশি ভালোবাসে।নবীর অবমাননার প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব।

সিলেটের প্রায় শতাধিক মাদরাসা মসজিদ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার নবীপ্রেমিক জনতা সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামেয়া জালালিয়ার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা আব্দু খালিক ছাখতা কৌড়িয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহসিন আহমদ, গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক, আহমদ খান, মাওলানা খলিলুর রহমান শামীমাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ, দারুল কুরআন মাদরাসার মুহতামিম, সাবেক এম.পি শাহীনুর পাশা চৌধুরী,মাওলানা হাবীবে রব্বানী, জামেয়া দরগার নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদী নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, ঠিকরপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা লুকমান আহমদ, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আতাউর রহমান, লামারগ্রাম মাদরাসার মুফতি আবুল হাছান কানাইঘাট মাদরাসার মাওলানা সামছ উদ্দিন মাওলানা কারী হারুনুর রশিদ মাওলানা শাহ মমশাদ আহমদ, মেজরটিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ মাওলানা তালেব উদ্দিন, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা আব্দুল মালেক,মাওলানা জাহিদ উদ্দিন, মাওলানা গাজী রাহমাতুল্লাহ, মাওলানা ফয়জুল হক মাওলানা আব্দুল জলিল মাওলানা আব্দুল মালিক মাওলানা আতিকুর রহমান মাওলানা এমরান অলম প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন, কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা জুনায়েদ কিয়ামপুরি, মাওলানা আহমদ সগির, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category