ময়মনসিংহের ফুলপুরে রাস্তায় সাইট দেওয়াকে কেন্দ্র করে ইয়াছিন নামের এক লড়িচালককে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
আহত মোঃ জহিরুল ইসলাম আমুয়াকান্দা এলাকায় ভাড়া বাসায় থেকে লড়িগাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে।
গত রবিবার সন্ধ্যায় আমুয়াকান্দা বাজারের পয়ারী রোডে রাস্তায় গাড়ী সাইট করাকে কেন্দ্র করে অটোরিক্সাচালক ইয়াসিন এর সাথে জহিরুলের হাতাহাতির ঘটনা ঘটে,
বিষয়টি দু’পক্ষকে নিয়ে বসে সমাধান করে দেওয়ার লক্ষ্যে ওয়ার্ড কমিশনার একে এম মোশাররফ হোসেনকে জানালে তিনি সোমবার সময় ধার্য করে দেন।
স্থানীয়দের সমাধানের আশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘটনার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ক্ষিপ্ত হয়ে জহিরুলকে একা পেয়ে পয়ারী রোডের অটো স্ট্যান্ডে অতর্কিত হামলা চালায় ইয়াসিন গং।এতে গুরুতর জখম হয় জহিরুল।
এই ঘটনায় ইয়াসিন,কাউছার,মালেক নামীয়,ও ৪/৫ জনকে অজ্ঞাত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।জহিরুলের স্ত্রী তাসলিমা খাতুন।
এলাকাবাসী জানায় অভিযুক্ত ইয়াসমিন দুষ্ট প্রকৃতির লোক এর আগেও তার নামে অনেক দেনদরবার করেছে স্থানীয়রা।সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন জহিরুলের পরিবার।