যশোরের ঝিকরগাছা পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে, পৌরসভা পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০২২” এর শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ঝিকরগাছা পৌরসভাকে মাদক মুক্ত করে খেলার দিকে ফিরে আসার জন্য আমার পক্ষ থেকে সর্বদা পৌরবাসী সহযোগীতা পাবে।
মঙ্গলবার সকাল ১০টায় ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের পিছনের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট খেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আকিফুজ্জামান (এএলটি), পৌর সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, সহকারী শিক্ষক সহ ঝিকরগাছা পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ।