নেত্রকোণায় সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন নাজমুল হোসেন ভূঁইয়া নামের এক ব্যক্তি এবং আহত হয়েছেন ৩ জন।
দূর্ঘটনাটি ঘটে সোমবার (১৩ জুন)বিকেলে কেন্দুয়া ও আঠারবাড়ী সড়কের কমলপুর নামক স্হানে। নিহতের বাড়ী মদন উপজেলার তিয়শ্রী গ্রামে।তিনি ঐ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
এ দূর্ঘটনা সম্পর্কে কেন্দুয়া থানার ওসি (তদন্ত)মীর মাহবুব জানান, সোমবার বিকেল আড়াইটার দিকে একটি যাত্রীবাহী সিএনজি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার কমলপুর নামক স্হানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নাজমুল নামীয় ব্যক্তি মারা যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতের স্বজনদের সাথে আলোচনা করে মরদেহ বুঝিয়ে দেয় পুলিশ। আহতরা প্রাথমিক চিকিৎসাশেষে বাড়ী ফিরে যায়।