গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও মূল্য হ্রাসের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল এবং তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৩ই জুন সোমবার দুপুরে ভালুকা নতুন বাসস্ট্যান সংলগ্ম বিএনপির দলীয় কাযার্লয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিক্ষোভ মিছিলটি পৌর শদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান তালূকদার হুমায়ুনের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ঢালী, ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. হাতেম খান, উথুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আইয়ুব আলী কমান্ডার, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, সাধারন সম্পাদক সোহাগ মাস্টার, রাজৈ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক নজরুল মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি রুহুল আমিন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, বিএনপি নেতা ফরহাদুল আলম রতন প্রমুখ। পরে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রমুখ