সোমবার দুপুর ১২টায় নগরীর হিরণ পয়েন্টে বাস মালিক সমিতি কর্তৃক সকল থ্রি হুইলারের উপর অত্যাচার ও হয়রানির প্রতিবাদে থ্রি হুইলার শ্রমিকরা রাস্তায় নামে ও ঢাকা- পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে। বাস মালিক সমিতির অবৈধ স্ট্যান্ড প্রত্যাহার ও শ্রমিকদের উপর হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকরা এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। শ্রমিকদের সাথে সংহতি জানাতে হিরণ পয়েন্টে উপস্থিত হন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। তিনি বাস মালিক সমিতির অবৈধ স্ট্যান্ড প্রত্যাহারের দাবি জানান ও মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানান।
পরবর্তীতে বন্দর থানার ওসি মোঃ আসাদুজ্জামান, সহকারি পুলিশ কমিশনার মোঃ মেহেদী ও ট্রাফিক বিভাগের স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর অবরোধস্থলে উপস্থিত হন এবং থ্রি হুইলারের উপর বাস মালিক সমিতির অত্যাচার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরবর্তীতে পুলিশের আশ্বাসের ভিত্তিতে বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।