মাঝিরকান্দি পয়েন্ট যাওয়ার পথে চলন্ত অবস্থায় ফেরিতে আগুন ।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা শিমুলিয়া ঘাট অতিক্রম করার কিছুখন পরেই নদীর মাঝপথে সকাল ভোর ৫ টায় মাঝিরকান্দি
চ্যানেলে এ ঘটনাটি ঘটে।
এমন সময় আগুন লেগেছে তখন ফেরির বেশিরভাগ যাএী ঘুমিয়ে ছিলো তাই ভাজ পায়নি ।
তবে পরিবহন ও পিকাপ, ট্রাক ও বেশ কয়েকটি পরিবহনের স্টাফরা চলন্ত ফেরিতে জলন্ত আগুন দেখতে পায়।
পরিবহনের স্টাফরা ফেরির স্টাফদের ডেকে আনে । জলন্ত আগুন দেখে আগুন নিভানোর কোনো পরিবেশ তৈরি করতে পারলো না ফেরির স্টাফ ।
এমন সময় আগুন লেগেছে তখন নৌবাহিনীর কর্মকর্তা আসার মতো সময় ছিলো না।
ফেরি বন্ধ করে সকলে মিলে আগুন নিভাতে এগিয়ে আসে পরিবহনের স্টাফরা।
আগুন নিভাতে গিয়ে দেখা গেলো ফেরির এক কক্ষ থেকে আগুন লাগে। পরবর্তী আগুন বারতে থাকলে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নিভিয় ফেলে । আগুনে কক্ষের সকল মালামাল পুরে গেছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়সূএে জানা গেছে, ফেরিতে রোকেয়া য
ও অন্যান্য যাএীরা জানায় যানবাহন নিয়ে ফেরি শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরে মাঝিরকান্দি প্রবেশের পর এ অগ্নিকান্ড হয় । ফেরিতে আগুন দেখে কঠিন পরিস্থিতির শিকার যাএী।
ফেরির আগুনে যানবাহন ও যাএীদের কোনো ক্ষয় ক্ষতি হয়নি।
এতে ফেরির ঐ কক্ষের বিছানা ও আসবাব পএ বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়।