নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্তের জেরে জুমার নামাজ শেষে মসজিদের ভিতর থেকে টেনেহেচরে বাইরে এনে মুসল্লিদের সামনে আবুল হোসেন(৬৫) নামের এক বৃদ্ধকে বেধড়ক মারপিটে মাথায় জখমসহ হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ ও তাদের লোকজন। এঘটনায় জলঢাকা থানায় ১২জনকে আসামী করে একটি মামলাও দায়ের করেছে আবুল হোসেনের মেয়ে মোছাঃ হুসনেয়ারা বেগম, মামলা নং-১০/১২৯। এ মামলার প্রধান আসামী মাসুম ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। মাসুম ইসলাম চিড়াভিজা গোলনার আব্দুল জব্বারের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, মামলার বাদী মোছাঃ হুসনেয়ারা বেগমের সাথে আসামীদের পূর্ব শত্রæতার জেরে পিতা আবুল হোসেনের উপর ক্ষতি সাধন করার পায়তারা চালাচ্ছে। গত শুক্রবার উপজেলার চিড়াভিজা গোলনার চিলকিরপাড় কেরামতিয়া জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে আসে আবুল হোসেন। আগে থেকেই প্রস্তুতি নেয় আসামীরা। পরে ফরজ নামাজ শেষে মসজিদ থেকে টেনে হেচড়ে বাহিরে আনে এবং পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারপিট করে।
এতে ওই বৃদ্ধের একটি হাত ও একটি পা ভেঙ্গে গেছে। আবুল হোসেনের কোমড়ে রশি বেধে টেনেহেচড়ে চেয়ারের সাথে বেধে রাখে এবং ১০০টাকা মুল্যের তিনটি নন জুডিসিয়াল ফাঁকা স্টাম্পে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেন। এলাকাবাসী ওই বৃদ্ধকে বাঁচানোর জন্য ছুটে গেলেও হামলাকারীদের ধারালো অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে যেতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে। ওই বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা সূত্রে ঘটনার সত্যতা জানাযায়, খবর তাঁরা পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়। পুলিশ যখন যায় তখন হামলাকারীরা সকলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ওই বৃদ্ধের মেয়ে থানায় এসে মামলা দায়ের করলে রাতেই একজনকে গেফতার করে পুলিশ। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে পুলিশ জানায়।