উপজেলা পরিষদ জেনারেল এরশাদ সরকার (১৯৮২-১৯৯০) কর্তৃক গঠিত প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন কমিটির (সিএআরআর) সুপারিশমালা থেকে উপজেলা পরিষদের ঐতিহাসিক পটভূমি রচিত। আজ ২৩ শে অক্টোবর “উপজেলা দিবস” নানা কর্মসূচির মধ্য দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় পালিত হয়েছে । বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে “উপজেলা দিবস” কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাবা নুরুন নাহার বেগম । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির মরহুম চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ তাঁর জীবন দশায় দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন । তিনি উপজেলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। আজকে সারা দেশের মানুষ যে উপজেলা থেকে সুযোগ-সুবিধা পাচ্ছেন তার অবদান মূলত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের । তিনি আরো বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এমপি মহোদয় আমাকে ঠাকুরগাঁও – ২ আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন । আমি তার নির্দেশে ঠাকুরগাঁও-২ আসনের মানুষের কাছে অবিরাম ছুটে চলছি । এ সময় জাতীয় পার্টির বালিয়াডাঙ্গী উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।