শুত্রে জানা গেছে নেত্রকোনার Bangla tv 71রের প্রতিনিধি সাদিয়া জাহান খান এবং মোঃ মোবারক শাহ (Md shah) এই আইডি দিয়ে প্রতারণার মাধ্যমে তিনি সাংবাদিক নিয়োগের নামে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়া সহ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সাদিয়া খান এটি তার ফেসবুক প্রফাইলের নাম। তার প্রফাইলের পিক দিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বদেশ কন্ঠ প্রতিদিনের একটি এ্যাড যেখানে লেখা আছে সাংবাদিক নিয়োগ দেওয়া হবে। তার এই ভুয়া এ্যাড দেখে নাজিরপুর, পিরোজপুর, মনোহর পুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী রনজিৎক কুমার মিস্ত্রি তার এই মরন ফাদে পা দেন। তার এই এ্যাড দেখে যোগাযোগ করেন রনজিৎ, যে আমি স্বদেশ কন্ঠ প্রতিদিনে কাজ করতে চাই। সাদিয়া জানান, হ্যা আপনাকে সুযোগ দেওয়া হবে, তবে একটি সর্থ আছে, রনজিৎ বল্লেন কি শর্থ সাদিয়া বল্লেন টাকা লাগবে ৩০০০ তিন হাজার, সাদিয়া আরো বলেন, আপনাকে আমরা দিবো, আইডি কার্ড, ফিতা, বাইক স্টিকার, ক্যামেরা, স্টান,ইত্যাদি। রনজিৎ বল্লেন ক্যামেরার দাম তো বেশি কি করে দেবেন। সাদিয়া বলেন, আমরা অফিস থেকে একটা সুযোগ করে দিই,। তারপর মাসে মাসে আপনি ক্যামেরার টাকা পরিষোধ করবেন,। রনজিৎ দেখলেন এটা একটা ভালো সুযোগ তিনি সাথে সাথে রাজি হলেন এবং সাদিয়াকে ০১৭৮৩৫৫৫৭৭৫ এই বিকাশ নাম্বারে বিভিন্ন সময় সাদিয়াকে টাকা দেন একদিন তিনি বলেন যে আমার ভাই হাসপাতালে ভর্তি আপনি আমার বাকি টাকাটা দিলে আমার ভালো হয়। পরে তিনি বাকি টাকাটা দেন মোট ৩০০০ তিন হাজার টাকা রনজিতের কাছ থেকে নেন। তার পর যখন আইডি কার্ড ক্যামেরার জন্য চাপ দেন তখন আর ফোন ধরেনা। নয়ছয় শুরু করেছেন তখন তিনি বুঝতে পারলেন যে ধোকাবাজির খপ্পরে পড়েছেন। সাদিয়া এরকম আরো অনেকার কাজ থেকে টাকা নিয়েছেন। সাদিয়া জাহান পরিচয় দেন যে তিনি Bangla tv 71 রের নেত্রকোনা প্রতিনিধি। কিন্তু বাংলা টিভি ৭১ রের অফিসে যোগাযোগ করলে সেখান থেকে জানান তিনি আগে কাজ করতেন এখন আর করেননা। তার মানে তিনি একজন ভুয়া সাংবাদিক সেজে সাধারন মানুষের কাছথেকে হাজার হাজার টাকা চাদা নিয়ে খান এটাই তার কাজ। কে এই সাদিয়া তার পেছনে কারা আছে, কারা তাকে এসব করাচ্ছে তাকে কেবা কারা শ্যাটেল দিচ্ছে, তার এই খোজে মাঠে নেমেছেন দৈনিক স্বদেশ কন্ঠ প্রতিদিনের অনুসন্ধানী টিম চোখ রাখুন দৈনিক স্বদেশ কন্ঠ প্রতিদিনের পাতায়।