গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোভিট-১৯ প্রতিরোধ প্রকল্পে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এই কর্মশালার আয়োজন করে।
শনিবার (১১ জুন) সকাল ১১টার দিকে সাদুল্লাপুর ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের ৩০ জন ইমাম-পুরহিত অংশ নেয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার শাহ আলম আকন্দ। এতে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জাহিদুল ইসলাম, জয়েনপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. সুলতান মাহমুদ, ভূমি অফিস জামে মসজিদের ইমাম মো. বেলাল হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কুষধ্বস প্রামাণিক ও সাদুল্লাপুর কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরের সহ-সভাপতি দিলীপ কুমার।
এছাড়া বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল, দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে, জেলা সমন্বয়কারী জুগল চন্দ্র সরকার ও ইনফরমেশন সার্ভিস প্রভাইডার (আএসপি) সোয়াইবুর রহমান সজিব। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী মো. বেলায়েত হোসেন মিন্টু।
দুপুর পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা কোভিট-১৯ প্রতিরোধে করণীয় ও টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে আলোচনা করেন। একই সঙ্গে ব্যক্তি ও সমাজের মানুষের সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থবিধি নিশ্চিতে প্রচারণার আহবান জানানো হয়। সর্বপরি কোভিট-১৯ এর ভয়াবতা আর যেন ফিরে না আসে বক্তারা সেই প্রত্যাশা করেন।