বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় ০১ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ অক্টোবর ২০২১ ইং তারিখ ১৪.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন খলিশাকান্দি মধ্যপাড়াস্থ জনৈক সোহেল সরকার (৩৮) পিতা- মৃত মোখলেছার সরকার এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল সরকার (৩৮), পিতা- মৃত মোখলেছার সরকার , সাং- খলিশাকান্দি মধ্যপাড়া , থানা- শাজাহানপুর, জেলা-বগুড়া‘কে মোট ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার মোঃ মুশফিকর রহমান জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।