প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক বার মিথ্যা কথা ও কটুক্তি মূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) ড. কামরুজ্জামান বাচ্চু। আজ শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, ইউপি নির্বাচনে নিশানবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী দুলাল ফরাজী প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের মধ্যে জয়নাল আবদীনের উমা কোম্পানির সাথে ব্যবসা করেছে তিনি। এবং জয়নাল আবেদীনকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেন। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এমন আচারনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।