গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাপলা শ্যামনগর উত্তর পাড়া গ্রামের শেখ ইয়াদ উদ্দিনের ছেলে মাদকসেবি শেখ ইম তোরান হোসেন (২৭) নেশা সামগ্রীর নিয়ে সেবনরত অবস্থায় ছবি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে যা ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন এর নজরে আসে।
এ বিষয়টি নিয়ে তিনি জনসচেতনতা ও জনস্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে নড়ে চড়ে বসে প্রশাসন। পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টা যেতে না যেতেই গতকাল রাত সাড়ে তিন টায় বিশ্বরোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইমরানকে। পুলিশের এ ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন ফকিরহাটবাসী।
মাদকসেবি ইমরান এলাকার চিহ্নিত মাদকসেবি ও মাদক কারবারি। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা যায়। এলাকায় সিন্ডিকেট তৈরি করে একটি প্রাইভেট কারে সে মাদক পাচার ও বিক্রি করে বলে জানা যায়।
ফকিরহাট মডেল থানার এএসআই মামুন বলেন, পুলিশ পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান এর নির্দেশে আসামীকে গ্রেপ্তার করা হয়। ওসি মু আলীমুজ্জামান মাদকের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ফকিরহাটকে মাদকমুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখছেন।
ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতির এ দায়িত্বশীল উদ্যোগ এবং পুলিশ প্রশাসনের ভুমিকায় ফকিরহাট মাদকমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন উপজেলাবাসী।