সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এমএ ইংরিজ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি সেমিনার অনুষ্টিত হয়।
শুক্রবার(১০জুন) বিকালে রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এমএ ইংরিজ ইনস্টিটিউটের যাত্রা শুরু পূর্বক ফ্রি সেমিনার ও আলোচনা সভায় এমএ ইংরিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও অত্র ইনস্টিটিউটের কো-অডিনেটর মাসুম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক গোলাম সারোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, ব্যবসায়ী আনছুর রহমান আনাছ, প্রবালী ব্যাংকের কর্মকতা শাকিল আহমদ, সংবাদ কর্মী আব্দুল রহিম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আলী আহমদ। এ সময় অত্র ইনস্টিটিউটের সহকারী বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন সহ ইংরেজী শিখতে আসা প্রায় শতাদিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রায় ঘন্টাব্যাপি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় এমএ ইংরিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোহাম্মদ আলী বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, তরুণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সহ সব প্রতিষ্ঠানের পেশাজীবীরাই এ সেন্টার থেকে কোর্স করতে পারবেন। সবক্ষেত্রে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি নিশ্চিত সেন্টারটি শিক্ষার্থীরা একটি সম্পদে পরিণত হবে। আমি সকলের সহযোগিতা চাই।