২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:১৮| শরৎকাল|
Title :
টাঙ্গাইলে দেবী দূর্গার নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত নাগরপুরে পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি’র প্রভাবশালী নেতা মীর আবুল কালাম আজাদ রতন নাগরপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন নাগরপুরে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব’২৪ টাঙ্গাইলের বিভিন্ন পূজা মন্ডপে দেবী দুর্গার মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছায় নাগরপুর উপজেলা বিএনপি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালো নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সফরের দ্বিতীয় দিনে দেলদুয়ারে খামারীদের সাথে মত বিনিময় করলেন উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার পূর্বধলায় জৈব বালাইনাশক সেন্টারের উদ্বোধন যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ‍্যমে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব’২৪

জগন্নাথপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে স্পোকেন ইংলিশ সেন্টারের উদ্ধোধন।

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, জুন ১০, ২০২২,
  • 49 Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এমএ ইংরিজ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি সেমিনার অনুষ্টিত হয়।
শুক্রবার(১০জুন) বিকালে রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এমএ ইংরিজ ইনস্টিটিউটের যাত্রা শুরু পূর্বক ফ্রি সেমিনার ও আলোচনা সভায় এমএ ইংরিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও অত্র ইনস্টিটিউটের কো-অডিনেটর মাসুম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক গোলাম সারোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, ব্যবসায়ী আনছুর রহমান আনাছ, প্রবালী ব্যাংকের কর্মকতা শাকিল আহমদ, সংবাদ কর্মী আব্দুল রহিম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আলী আহমদ। এ সময় অত্র ইনস্টিটিউটের সহকারী বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন সহ ইংরেজী শিখতে আসা প্রায় শতাদিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রায় ঘন্টাব্যাপি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় এমএ ইংরিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোহাম্মদ আলী বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, তরুণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সহ সব প্রতিষ্ঠানের পেশাজীবীরাই এ সেন্টার থেকে কোর্স করতে পারবেন। সবক্ষেত্রে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি নিশ্চিত সেন্টারটি শিক্ষার্থীরা একটি সম্পদে পরিণত হবে। আমি সকলের সহযোগিতা চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category