’মানবতার তরে হও আগুয়ান জীবন থাকতে করো রক্ত দান’ শ্লোগান সামনে রেখে বন্ধু মহল সংগঠন যশোর জেলা শাখার সেমিনারটি আনন্দঘন পরিবেশে সকল সদস্যদের নিয়ে সুস্থ্য ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। যদি আমরা একতা ও সংঘবদ্ধ ভাবে থাকতে পারি ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। সংগঠনটির সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ অভি তার বক্তব্যে একথা বলেন।
বন্ধুমহল সংগঠনের ৫ মাস পূর্তী সেমিনার যশোর জেলা শাখার পক্ষ থেকে শনিবার সকালে যশোরের বিমান অফিস মোড় টেস্টি ভিলেজ এ সংগঠনের সেমিনারটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ অভি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মৌমিতা মিত্র দোলা, সহ-সভাপতি তানজিল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক আরমান হোসেন , সদস্য খালিদ সাইফুল্লাহ, মাহাবুর রহমান রিয়াজ, আসিফ ইমরান, তাসরিপ ইসলাম, রোদেলা জান্নাত, ইতি খাতুন সুখি মনি, সোহাগ হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।