সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,ঝিনাইদহ কর্তৃক ২০ টি চুরি হওয়া,হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিক কে ফেরত দিয়েছে । বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যলয়ে উদ্ধার হওয়া ফোন গুলো হস্তান্তর করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন,বিপিএম বার মহদয়ের নির্দেশনায় ঝিনাইদহ জেলায় একটি সাইবার ক্রাইম ইউনিট গঠিত হয়। এই ইউনিট টি সাইবার অপরাধ দমনে সাইবার অপরাধ সম্পর্কিত বিভিন্ন কাজ করে থাকে।
তারই অংশ হিসেবে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মে ২০২২ মাসে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২০ টি মোবাইল ফোন উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ৩,৭০,০০০ (তিন লক্ষ সত্তর) হাজার টাকা ।
ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম প্রকৃত মালিকদের নিকট ফোন হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার সাঈদ,ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সহ সাইবার ক্রাইম ইউনিটের সকল সদস্য বৃন্দ।