মাদক কে না বলি, সুস্থ সমাজ গড়ি, এই শ্লোগান কে সামনে রেখে কসবায় মাদক দ্রব্যের অব্যবহার রোধকল্পের সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন , কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকী, কসবা থানার পুলিশ তদন্ত মোঃ হাবিবুর রহমান ,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাবের সভাপতি মোঃ আঃ হান্নান, প্রমুখ। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কসবা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর,শিক্ষক,ইমাম,মুক্তিযোদ্ধা,সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।