মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত,সভায় হোসেন্দী ইউঃপি চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ।
আজ বৃহস্পতি বার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত গজারিয়া থানা পুলিশের ওসি (অপারেশন)মোঃমুক্তার হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, বিভিন্ন ইউঃপি চেয়ারম্যানদের মাঝে উপস্থিত গজারিয়া ইউঃপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ,বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান,ইমামপুর ইউঃপি চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খাঁন জিতু,ভবেরচর ইউঃপি চেয়ারম্যান ইঞ্জিঃসাঈদ মোহাম্মদ লিটন, বালুয়াকান্দী ইউঃপি শহিদুজ্জামান জুয়েল, গজারিয়া প্রেস ক্লাব এর সভাপতি মোহাম্মদ আরফিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃজাকির হোসেন,প্রানি স ম্পদ কর্মকর্তা মোঃআসাদ উল্লাহ,উপজেলা কৃষি অফিসারব মোঃতৌফিক হোসেন নূর,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরা,সহকারী প্রোগ্রামার ওয়াহিদুজ্জামান পল্লী উন্নয়ন ও সঞ্চয় ব্যাংক এর কর্মকর্তা আমানউল্লাহ,উপজেলা জন স্বাস্থ্য ও প্রকৌশলী অধিদপ্তর এর কর্মকর্তা মোঃনাজমুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় সদ্য প্রয়াত হোসেন্দী ইউঃপি চেয়ারম্যান হাজী মোঃআক্তার হোসেন এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।